রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

কাকে আমি প্রেম দেবো

কাকে আমি প্রেম দেবো- মায়াহীন ভ্রু-কুটি
 তুলে সে তো চলে গেছে
শরীরে নেই তার আগের মতো শিঞ্জিনী
সকালবেলার ভৈরবীর সুর গাঁথাও নেই
ওষ্ঠাধারে নেই তার জলপ্রপাতের ধারা
কার ঠোঁটে আমি আর চুম্বন দেবো ?

নিষ্প্রাণ বর্ণমালা দিয়ে ছন্দ রচিত হয়না
প্রাচীন স্বপ্নপুরী থেকে যে আলো আসে
তার নীচে কপিলাবস্ত নগরীর অন্ধকার-
যে শরীরের সৌন্দর্য অলংকারবিহীন
সেখানে আামার কোনো পুষ্পার্ঘ পড়েনা।

কাকে আমি প্রেম দেবো -
সে তো এখন আমার আর কেউ নয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন