শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

সেই সব বসন্ত সময়

কিশোর সময়ের বসন্ত কথা।কি এক অনাস্বিত ফুলের নেশা ছিলো তখন।উদ্ধত উল্কার মতো স্বপ্ন সোয়ারী হয়ে ছুটে যেতাম দিগন্তের দিকে।ঘামে ভেজা সার্ট খুলে সৈয়দ আলীর বাড়ীর ভিটায় শিমুল তলায় দাড়িয়ে থাকতাম।গন্ধ নিতাম শিমুলের। তখন স্বপ্নেরা ছিলো নিষ্পাপ। বাউলের গান শুনেছি।রাখালিয়া জারি শুনেছি। ইচ্ছে হয় আবার ছুটে যাই সেখানে- সেই শিমুল তলায়। কিন্তু সে ছায়া কি আর সেখানে আছে ? আছে কি দিগন্ত জোড়া সেই নীল আকাশ ? নাকি অনেক বসন্তের তপ্ত হাওয়ায় সবই লুপ্ত হয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন