বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭

আদি পুরুষ

কেমন ছিলো তাম্র আর প্রস্তুর যুগের মানুষেরা।শ্রাবস্তী,বিদর্ভ নগরই বা ছিলো কোথায় ? মন চায় উজ্জয়িনী তীরে বনে বাদারে ঘুরে বেড়াতে। ঘুরতে ঘুরতে যদি আদি পুরুষের কারো'র দেখা পাই। দেখতে পাই যদি বানর আর ওরাংওটাং এর। বলতাম- তোমরা কেন এখনো আদি রূপেই রয়ে গেলে। কি পাপ করেছিলে যে- ঈশ্বর তোমাদের উপর বিবর্তনবাদ প্রয়োগ করেনি।নাকি পাপী আমরাই- হিংসা পাপ যুদ্ধ আর ধর্মান্ধে জড়িয়ে গেছি। আমাদের চেয়ে সেই আদি রূপের বানর আর ওরাংওটাং'রাই উত্তম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন