বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

চলে গেলে চলে যাবি

চাল নেই চুলো নেই ছাদ নেই গাছতলাও নেই
খোলা আকাশ দেখি-
কি সুন্দর তারা ঝরে পড়া দেখি
তুই এই সবের মধ্যে থাকলে থাকতে পারিস
না হলে চলে যাবি।

বুক চিন চিন করবে,সিগারেট খাবো একটু বেশী
তারা গুনবো রাতভোর
ঘাসের স্নিগ্ধতায় ঘুম পাবে
তোকে মনে পড়লে পড়বে,তারপরেও
তুই চলে গেলে- চলে যাবি।

তুই চলে গেলে একা লাগবে
ফার্মেসীতে আসা যাওয়া বাড়বে
না খেয়ে ঘুমিয়ে থাকবো
উদ্বাস্তু বাড়ীর চারদিকে জোনাক জ্বলবে
 তারপরেও- তুই চলে গেলে- চলে যাবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন