সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

ভালোবাসা দিবস

ভালোবাসার জন্য ভালোবাসা দিবস লাগেনা।একবার এক ভালোবাসার দিনে নবাব বাড়ীর সামনের উ্দ্যানে বসে আমার হাতে হাত রেখে সুলতা নামে একটি মেয়ে বলেছিলো- 'আমি তোমাকে ভালোবাসি।' সেই যে সুলতা 'ভালোবাসি' বলে চলে গেলো,তারপর সে আর ভালোবাসা দিতে আসেনি। আরেক ভালোবাসাহীন দিনে- একটি অপরিচিত মেয়ে 'বলা নেই কওয়া নেই' বলে বসলো- 'কবুল।' সেই থেকে আমাদের মধ্যে চলছে- নিরন্তর ভালোবাসাবাসি।

ভালোবাসার দিনের কবিতা :
তোমাকে ভালোবাসতে যেয়ে দ্রোহী হয়েছি
আমার আর বন্ধু হয়না কেউ
ভালোবাসা দিবসও হয়ে গেছে তাই বন্ধুহীন।
,
আমি ভক্ত ছিলাম ঈশ্বরের
তারচেয়ে বেশী আসক্ত হয়েছি এখন তোমার
তোমাকে ভালোবাসতে যেয়ে দ্রোহী হয়েছি ঈশ্বরের।
তোমার বুকেতে জন্মেছে লাল গোলাপ
চারদিকে কেমন তার মৌ মৌ গন্ধ -
ভালোবাসার দিনে বাগানের ফুলের প্রয়োজন হয়না
দ্রোহী হয়েছি তাই বাগানের সকল ফুলদের কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন