মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

শোনায়নি কোনো গান

শোনায়নি কোনো গান
একবার চাঁদ কেঁদে ওঠে একবার সরোবর
কেঁদে ওঠে-
কতো গান গাওয়া হলো পূর্ণিমা রাতে
কেউ শোনেনি কোনো গান, না কোনো বোস্টুমী
না কোনো সন্নাসী।
কতো বর্ষা কতো বসন্ত চলে গেছে
কতো রাগ, কতো ভৈরবী সুর হারিয়েছে
কৃষ্ণপক্ষ রাতে-
একবার হৃদয় কেঁপে ওঠে,একবার দু'চোখ
জলে ভরে ওঠে-
পাহাড় অরণ্যের ঝঞ্ছা পথে
কেউ আসেনি, শোনায়নি কোনো গান
তারাদের মুখের পানে।
চাঁদও ডুবে গেছে,সরোবরের জলও শুকিয়ে গেছে
তারপর আর গায়নি কেউ কোনো গান
কারো কানে কানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন