শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

সবই মিছে স্বপ্ন

প্রাচীন সুউচ্চ কোনো অট্টালিকা থেকে
অচেনা কোনো ভগ্ন প্রাসাদ থেকে
কমলা রঙ্গের রোদ্দুর পেড়িয়ে তুমি এসেছিলে
সিয়রে বসে রেখেছিলে হাত কপালে।
তারপর অচিনপুরীর ঘুম এলো
রাতের গভীরে স্বপ্ন এলো, তারপর-
প্রাতেঃর আলো আসার আগেই
ঘুম ভেঙ্গে যায়, আসলে সবই ছিলো ভ্রান্তি,
 সবই ছিলো মিছে স্বপ্ন দেখা ।
                                                                                                    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন