বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

নক্ষত্রের আত্মহত্যা

মেয়েটার বয়স বাইশ বছর।নাম জয়া শীল।যার স্টেজ নেম- জ্যাকুলিন মিথিলা। বাবা পেশায় নাপিত।স্বপ্ন দেখতো সে বড়ো মডেল হবে।বড়ো নায়িকা হবে।এ স্বপ্ন সে দেখতেই পারে।খবরে প্রকাশিত-কয়েকদিন আগে এই মডেল কন্যা আত্মহত্যা করেছে।সুইসাইড করার আগে সে নাকি ফেস বুকে স্টাটাসও দিয়েছিলো।আমার কৌতূহল জাগলো,ওর টাইম লাইনটি দেখার। গিয়ে দেখি- আড়াই লক্ষ ফলোয়ার তার।( যার বেশীর ভাগ হয়তো কীট পতঙ্গ হবে) এতো বড়ো একজন সেলেব্রেটি, অথচ এতোদিন ওর নামও শুনিনি।একি আমার দূর্ভাগ্য ? না, এই সেলেব্রেটির প্রতি উদাসীনতা ?

 জানতে পারলাম- মিথিলা নাকি আমাদের দেশের সানি লিয়ন।একটা সহজ সরল মেয়ে, যে স্বপ্ন দেখতো নায়িকা হবে।তাকে কারা স্বপ্ন দেখিয়ে সানি লিয়ন বানালো ? জয়া শীলের চার পাশের এই সব কুৎসীত কীট পতঙ্গরা কালো আধারে ঢেকে থাকবে আর কতোকাল ? আর কতো অসহায় সহজ সরল জয়া শীল'রা কেবল আত্মাহূতিই দিয়ে যাবে ! অন্তরের মধ্যে এই হাহাকারটি বাজছে --

'ধানের ক্ষেতের গন্ধ মুছে গেছে কবে
জীবনের থেকে যেন; প্রান্তরের মতন নীরবে
বিচ্ছিন্ন খড়ের বোঝা বুকে নিয়ে ঘুম পায় তার-
এখন মরণ ভালো — শরীরে লাগিয়া রবে এই সব ঘাস;
অনেক নক্ষত্র রবে চিরকাল যেন কাছাকাছি।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন