বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

অসমাপ্ত

এসেছিলে আচম্বিতে। চলেও গেলে নিঃশব্দে। স্তব্ধ আকাশের সব রঙ ছড়িয়ে অস্তমিত সূর্যের মতো অস্তদিগন্তে মিলিয়ে গেলে। বসন্ত সন্ধ্যা ঘন হয়ে আসে আজও। জোনাকি ঝংকারে প্রতিদিন আমি শুনি--বুঝি এলো, বুঝি এলো... 
মালবিকা- একবার, শুধু একবার এসো তুমি, অরণ্যের পথ বেয়ে অন্তহীন কালস্রোতে। পূর্ণ কর, চরিতার্থ কর, একবার অসমাপ্ত চুম্বন তোমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন