সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

হৃৎকম্পন নেই

সারারাত ধরে বাতাসের শব্দ
সারারাত ধরে পায়ের শব্দ
চূড়ির শব্দ,শিঞ্জিনীর শব্দ
সারারাত ঘুম জেগে থাকে
সারারাত স্বপ্ন জেগে থাকে-,
স্বপ্নের মধ্যে তোমার যে মুখ আমি দেখি
তোমার ঠোঁটের যে স্পর্শ আকাশে ভাসে
সেখানে কোনো হৃৎকম্পন নেই
কোনো শব্দ শুনে আর কান পাতি না
কোনো স্পন্দনই জাগায়না শরীরে দোলা।
রাতের বোধিমূলে দেখিনা তোমার হিরণ্য নগ্ন পোষাক
নির্ঘুম রাত্রির চাহনীতে তোমাকে খুঁজেও পাইনা আর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন