বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

হাজার বছর পরে

আমি কোনো স্বপ্নের কথা বলছিনা
কোনো কল্পনার কথাও বলছিনা
প্রাগঐতিহাসিক কোনো ইতিহাসের কথাও নয়
এটি কোনো লোকগাঁথার কল্প কাহিনী নয়
তন্দ্রাচ্ছন্ন অলীক ভাবনার কথাও বলছিনা
গীতি কবিতার কোনো পংতি নয়
কোনো মেলোডি লিরিকের মূর্ছণাও নয়
এটি কোনো মানব ভ্রমও নয়
দূরের কোনো মরিচীকার মায়াও নয়
আমার দু'চোখ ভরে যা দেখেছি
তাই বলছি---
পৃথিবীর প্রান্তর জুড়ে সবটাই যেন একটি ফুলের বাগান।গোলাপ চন্দ্রমল্লিকা আর মাধবীরা ফুটে আছে। দখিনা হাওয়ায় সুবাস ছড়াচ্ছে চারদিক। সাদা শাড়ীর আ্ঁচল উড়ায়ে কে যেন আসছে আমারই দিকে।প্রথমে ভেবেছিলাম,জন্মান্তরের পরিচিত কেউ হবে। সেই মুখ.সেই চোখ, সেই ভ্রুযুগল, সেই চুলের রং ! হঠাৎ মনে হলো- আমার দেহ,আমার আত্মা ক্লোন করে নিয়ে গেছে হাজার বছর পরের কোনো পৃথিবীতে। যেখানে দেখছি এই ফুল,এই বাগান,আর অস্পষ্ট এই মেয়েটিকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন