বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

ঐশ্বর্যময়ী

ওর নাম ঐশ্বর্যময়ী। ওকে চেয়েছিলাম না। আমাদের চাওয়াকে দ্রোহ করে- বিরূদ্ধ স্রোতে ভেসে সে চলে আসে।।সেদিন ছিলো শীতের সন্ধ্যারাত।উত্তরার আইচি হাসপাতালের অপারেশন টেবিলে- এক নবজাতক চিৎকার করে বলে ওঠে- 'আমি আসলাম'।ডাঃ রোমানা বলে- এ দেখছি আপনাদের ঐশ্বর্য।'আমি বলেছিলাম- ও শুধু ঐশ্বর্য নয়, ঐশ্বর্যময়ী'ও।  ঐশ্বর্যময়ী আমাদের ছোটো মেয়ে। আজ ওর জন্মদিন। আসুন না,আমরা সবাই ওকে একটু উইশ্ করি।


রুবী ও অন্যান্য সহপাঠী বন্ধু'রা,

আজ আমার ছোটো মেয়ের জন্মদিন।খুব ইচ্ছা ছিলো তোমাদের মিলন মেলায় যোগ দিতে।কিন্তু পারলাম না।আমার মেয়ের ছোট্ট ভূবন জুড়ে যে আমি।তাই ওর ভূবনেই থেকে গেলাম।
তোমাদের সাথে আবার দেখা হবে- অন্য কোনো মিলন মেলায় অন্য কোনো অনুষ্ঠানে।
শুভ কামনা সবার জন্য।

-------- কোয়েল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন