মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

ক্রান্তিকাল

আজ সকালে ঘুম ভাঙ্গার পর প্রথমেই হ্যাপিকে ইউটিউবে একটি গান শোনাই । গানটি দ্বৈত কন্ঠে গেয়েছিলো একজন নবীন মেয়ে শিল্পী এবং ওর বাবা'র বয়সের মতো এক লোক।দু'জনেই খুব দরদ দিয়ে গানটি গাচ্ছিলো।গানটি গাওয়া যখন শেষ হয়,তখন দেখি,হ্যাপি'র দু'চোখ বে্ঁয়ে জল ঝরে পড়ছে। ভেজা কন্ঠে ও বলছিলো,তুমি কি এই গানের অর্থ আমাকে একটু  বুঝিয়ে দেবে ? আমি বললাম-এই গানটির অর্থ এইটাই যে- 'গানটি তোমাকে কাঁদাচ্ছে, তোমার চোখে অশ্রু ঝরাচ্ছে।'
'
এখানে সেই গানটির একটি Link দিলাম।আসুন  আর একবার গানটি আমরা শুনে নেই-

https://www.youtube.com/watch?v=tmGRkA9Drp0

যারা ইউটিউবে গানটি শুনতে পাচ্ছেননা, তাদের জন্য কথাগুলো:-

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥
ধরণী'পরে ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুলপল্লব-গীতবন্ধ-সুন্দর-বরনে ॥
বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,
করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন