বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

তোমাদের কাছে একদিন

পিতা,এখানেই তুমি শুয়ে আছো মিশে গেছো
এই মৃত্তিকায়,
এখানকার সব মাটি দুর্বা ঘাসে ঢেকে গেছে-
ঠিক তোমার বাম পাশেই শুয়ে আছে- প্রিয়তমা পত্নী তোমার,
খেঁজুর গাছের পাতার ছায়া পড়েছে
তোমাদের উপর।

আধারের ভিতর তোমরা ঘুমিয়ে আছো-
তোমাদের ঘুম ভেঙ্গে যায়না ঝিঁঝিঁ পোকাদের গানে
কিংবা ভোরের পাখীদের ডাক শুনে-
কোথায় তোমাদের সেই কাফনে মোড়ানো দেহ ?
যা খাটিয়ায় করে বহন করে আমিই এনেছিলাম একদিন,
এই মৃত্তিকা তলে মিশে গেছো,আত্মাও মিশে গেছে ঘাসে।

এই যে তোমাদের কাছে আজ আমি এখানে এসেছি
শুনেছো কি আমার পায়ের শব্দ ? পেয়েছো কি-
আমার হৃৎ কম্পনের ধ্বনি ? আমার দীর্ঘশ্বাস ?
কিংবা আমার মোনাজাতের ক্রন্দনের কথা ?

ঘাসের আচ্ছাদনের মতো জড়িয়ে থাকতে ইচছা করে
আমিও একদিন আসবো-
ঘাস হয়ে জড়িয়ে থাকবো তোমাদের কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন