মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

অভিশাপ দিবনা

যোগী,কি ভয়্ঙ্কর লালসা তোমার ! আত্মাহীন প্রাণ,মৃত্তিকায় মিশে গেছে যে দেহ
তাকে তুমি ধর্ষণ করবে ! কামাতুর চোখে তুমি বিধেঁছো আজ ত্রিশূল
ছি ! যোগী,তুমি ভোগী হতে পারো, তাই মৃত রমণীর সাথে রতিক্রীড়া ?
এতোই মাংসভূক তুমি? ক্ষুধার্ত কীট তুমি মলের,শকুনও,ছি !
জানোয়ার সঙ্গম করে জানোয়ারকে
কুকুর করে কুকুরীকে,পাখী করে পাখালীকে
এ সবই তাদের পবিত্র সঙ্গম
যোগী, তুমি জানোয়ারও নও,তুমি কুকুরও নও
তুমি কি মানুষ ? নাকি সন্নাস ?
সন্নাসও সঙ্গম করে রূপবতী কোনো বোষ্টুমীকে।
এ কেমন উত্থিত লিঙ্গ তোমার ! স্পন্দনহীন মৃত যোনী বুভূুুক্ষু !ছি !
তোমার নোংরা হাত খুঁজবে মৃতের স্তন,জঙ্ঘা-
পবিত্র গীতার পাতা আজ ছিন্নভিন্ন হয়ে মহাকালের আকাশে উড়ছে
সীতা সন্ত্রস্ত হয়ে রাম রাম নাম ঝপছে
মা দূর্গা লজ্জায় আঁচল দিয়ে মুখ ঢাকছে
গান্ধীজীর অহিংস বাণী হিন্দুকুশ পর্বতের প্রস্তুুরে মাথা ঠুকছে
তোমার কন্যা,জায়া,জননীরাই নির্সজ্জ কেবল !ছি !
ছি ! যোগী,তুমি কোথায় প্রায়শ্চিত্ত করবে? কোথায় করবে পাপমোচন?
মহামতি শিবের কাছে যাবে ? তোমার লিঙ্গকে করবে কর্তন ?
সবিতা মালবীকে আমি বলেছি, মন্দিরে যেতে-
আমিও যাবো মসজিদে- প্রার্থনা করবো তোমার জন্য-তুমি যেনো মানুষ হও,
তোমাকে আমরা অভিশাপ দিতে চাইনা,ঘৃণাও করতে চাইনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন