সোমবার, ৬ মার্চ, ২০১৭

শুধু চন্দন চন্দন

 কাঁচুলি ছুঁড়ে দাও মেঘে। তোমার  চোখে বিঁধে যাক সব পুরুষের বাসনা। উতলজোড়া বুকে দুলে উঠুক অগণন ঠোঁটের দাগ। জঙ্ঘা ডুবে যাক মৈনাকের মাথায়। তুমি আজ বাধাবন্ধহীন নৃত্যে আনন্দ ভৈরবী। তোমার পায়ে পায়ে ব্রহ্মকমলের ছন্দ।তুমি কি এভাবেই মুক্তি চেয়েছিলে আমার কাছ থেকে? মৈথুনে মৈথুনে ঢেকে রাখা এক জীবনের অনঙ্গজোছনা এবার মুখের অবগুণ্ঠন খুলেছে । আর তুমি আমার নও। আমিও আর কারোর নই।আসন্ন সন্ধ্যায় কবন্ধ রাক্ষস ফুঁপিয়ে ফুঁপিয়ে বসে কাঁদবে এবার। নখ নেই দাঁত নেই মুন্ডহীন, রঙিন পেখম নেই, শিথিল অঙ্গে অঙ্গে শুধু চন্দন চন্দন। শুধু চন্দন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন