সোমবার, ২০ মার্চ, ২০১৭

ধূলামাটির খেলাঘর

ছোটো বেলায় ধূলো বালিতে খেলাধূলা করতাম।মাটির উপর ধূলোর ঘর বানাতাম,সেখানে সুলতানা বিবিয়ানা খেলতাম । কবে কখন উন্মাতাল ঝর এসে সে সব ধূলোবালি উড়ে নিয়ে গেছে, খেলাঘরও ভেঙ্গে দিয়ে গেছে জানি নাই।। আমাদের শৈশবের সেইসব মায়াগুলি পুকুর পাড়র চালায় ধূর্বা ঘাসে এখনো মিশে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন