বুধবার, ৮ মার্চ, ২০১৭

কথা ছিলোনা

অপেক্ষা করেছিলাম এই বসন্তদিনের জন্য,ভেবেছিলাম
 ঘূর্ণি বাতাসের ধুলির মতো তার প্রেম এসে দোলা দেবে
বন্ধ জানালার কপাটে,
আমাদের প্রেম ছিলো হেমন্ত সন্ধ্যার মতো মৌন ও স্থীর,
আমি এপার থেকে শুনেছি তার দীর্ঘশ্বাস
কাঁটাতারের কা্ঁটা বিঁধে আছে হৃদয়ে,
সেই ক্ষরণ দেখতে পায়নি সেখানকার আকাশ,
ভেবেছিলাম এই বসন্তেই তার নীল শাড়ীর আঁচল উড়বে
এখানে,এই বাংলায়,এই যমুনা নদী তীরে।

কিন্তু এই বসন্তে দেখা হলোনা ,হবেও না আর কোনো দিন
কথা ছিলোনা এই বসন্তেই আমাদের বিচ্ছেদ হবে
একাকী কাঁদতে হবে তাকে ভাগিরথী তীরে।,                                                                                      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন