শনিবার, ৪ মার্চ, ২০১৭

হৃদি ভেসে গেল অলকানন্দা জলে


কখন যেন প্রাণ জেগে ওঠে।পাহাড়-বাতাস কাঁপিয়ে জেগে ওঠে গান। সে গান শোনার শর্ত একটাই, প্রেম।সত্তর আশি'র দশকের কথা- যাঁরা সেই সময়ে কৈশোর পার হয়ে যৌবনের দোর গোড়ায় থমকে দাড়িয়েছিলেন, তাঁরা জানে এর মধ্যে নিহিত মর্মধ্বনিকে। ঐ সময়ে নির্মলেন্দু গুন,হেলাল হাফিজ ও জয় গোস্বামী'র কবিতার পংতি উদ্ধৃতি ব্যতিত তরুণ তরুণীদের প্রেম অসম্পূর্ণই থাকতো।


অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে
করো আনন্দ আয়োজন করে পড়ো
লিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা পাহাড়ের সানুতলে
যে একা ঘুরছে, তাকে খুঁজে বার করো
করেছো, অতল; করেছিলে; পড়ে হাত থেকে লিপিখানি
ভেসে যাচ্ছিল– ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে;
– ’পড়ে রইল যে!’ পড়েই থাকত–সে-লেখা তুলবে বলে
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।


( জয় গোস্বামীর ‘ঘুমিয়েছ, ঝাউপাতা?’ থেকে।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন