বুধবার, ১৫ মার্চ, ২০১৭

কোয়েল,ঘুম নেই।


সারারাত ঝরেছিলো বৃস্টি-
ঝুম বৃস্টির শব্দে শুনতে পারিনি কোনো ফুল ফোটার গান
সারারাত তোমার পায়ের শব্দ বাজেনি
জানালায় লাগেনি এসে দমকা হাওয়া-
সারারাত ছিলো তোমার পুরোনো চিঠির।

স্বপ্ন দেখবো বলে যখন ঘুম এসেছিলো চোখে
স্বপ্নহীন ছিলো সব ঘুম-
ঘুম ভাঙ্গার পর দেখি আমি জেগে আছি
কাল সারারাত ফুলও ফোটেনি,স্বপ্নও আসেনি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন