শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

শ্রীজাতের কবিতা

আমার 'অভিশাপ দেবোনা' কবিতাটি এখানে পোস্ট দেওয়ার পর থেকে অনেকেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতাটিও পোস্ট দেওয়ার জন্য ইনবক্সে অনুরোধ করেছে।কবিতাটির জন্য FIR করা হয়েছে শ্রীজাতের বিরুদ্ধে।সারা ভারত জুড়ে কবিতাটি নিয়ে তোলপাড়।যারা কবর খুরে মুসলিম মেয়েদের ধর্ষণ করতে চেয়েছে,বিশেষ করে যোগী ও তার শেগরেদরা- সেই সব উগ্র ধর্মীয় ধ্বজাধারীদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে কবিতাটিতে। এবার পড়ুন শ্রীজাতের সেই কবিতাটি।

অভিশাপ / শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

সময়ে ওষুধ, নইলে বেড়ে যায় সবরকম রোগই
ভিখ পেতে পেতে তুমি রাজা হয়ে ওঠো, গেঁয়ো যোগী।

উঠেই নির্দেশ দাও, ধর্মের তলব দিকে দিকে
মৃগয়ায় খুঁজে ফেরো অন্য কোনও ধর্মের নারীকে।

যে–হরিণ মৃত, তারও মাংসে তুমি চাও অধিকার
এমন রাজত্বে মৃত্যু সহজে তো হবে না তোমার।

বাতাসে হাপর নামে, দেশ জুড়ে অধর্মের ছাই...
প্রতি নির্বাচনে আমরা শতাব্দীপিছনে ফিরে যাই।

যেখানে পুরুষধর্ম ধর্ম-পুরুষের অন্য নাম
আর আমি নারীর মৃত্যু পার করেও শিকার হলাম।

আমাকে ধর্ষণ করবে যদ্দিন কবর থেকে তুলে –
কন্ডোম পরানো থাকবে, তোমার ওই ধর্মের ত্রিশূলে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন