রবিবার, ৫ মার্চ, ২০১৭

চর্যাপদের হরিণী তুই

বসন্তের প্রথম বৃষ্টি,ফাল্গুনেরও প্রথম।এমনই এই সন্ধ্যারাতে বৃষ্টির দিনে কংক্রীটের শহরে আমি একা।এখানে অন্ধকারে সেই মায়াবী আধার নেই ।রাস্তার উপর লাইটপোস্ট গুলোতে ল্যাম্প জ্বলছে।ঘরেও প্রদীপ নেই। চোখ চেয়ে আছে প্রাচীন যুগে এক পাহাড়ি উপত্যাকার দিকে,সেই চর্যাপদের সময়ে।ওর নাম সবরী।নীচু জাতের মেয়ে।ডোম।নাচের মতো করে ছোট্ট ছোট পা ফেলে সে হাটতো,টিলায়,লতাগুল্মে,কখনো ঘাসফুলের উপর।আহা ! কি সুন্দর দেহ বল্লরী তার।বৃষ্টি হলেই স্বল্প বসনে সে বেরিয়ে পরতো। কাহ্ন'পা ওকে নিয়ে লেখে পদাবলী।চর্যাপদের হরিণী তুই ! আজকের এই বসন্তদিনের প্রথম বৃষ্টির সন্ধ্যায় তোকেই যে মনে পড়ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন