বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

আগুনের. পরশমণি

'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য কর দহন-দানে।
আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো--
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে।'
চারিদিকে এতো আগুন,এতো তপ্ত দাহ।এসিডে জ্বলে আমার মেয়ের মুখ।আগুনে জ্বলে কেন্দ্রীয় ব্যাংক।আগুন জ্বলে বাসে,ট্রেনে।কতো আহাজারি বার্ণ ইউনিটে।পুড়ে শপিং মল। নিমিষে পুড়ে ছারখার হয়ে যায় বস্তির জীবন,খরকুটো।এতো আগুনের দাহে এই গানটির মাধূর্য ও প্রয়োজনীয়তা এখন আর নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন