বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

মুক্তির মন্দির সোপান তলে

আমি নামাজ পড়ি আযান শুনে যখন যেখানে থাকি
গৃহকোণে,মসজিদে,মাঠে, নদীর কূলে জমিনের উপর,
আমি ভালোবাসি ফসলের ক্ষেত,পাখি মানুষ আর মাটি
ধর্মের নামে তোমরা অধর্ম করোনা-
হাতে তুলে নিওনা তুমি বোমা গ্রেনেড কিংবা চাপাতি।

যে মাটির জন্য এতো প্রেম সেই মাটিতেই আপনি শায়িত হলেন-
Rest in Peace, লে.কর্ণেল আজাদ।
আপনি আবার ফিরে আসবেন কোনো সুপ্রভাতে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন