রবিবার, ১৯ মার্চ, ২০১৭

সুপ্রভাত

এসো আমার হাত ধরো, অচেনা পথ ধরে চলে যাই কোথোও।যেখানে কোনো সভ্যতাা নেই।
আছে চাঁদের পাহাড়,আছে নদী।বনারণ্য আড়াল করে রাখবে আমাদের।আকাশও ঢেকে রাখবে।এমন মনুষ্যহীন লোকালয় কোথায় আছে ? যেখানে প্রথম কথা হবে আমাদের।প্রথম কোলাহল,প্রথম পায়ের চিহ্ন আমরাই এঁকে আসবো।

মেঘ থম্ থম্ করছে।বৃষ্টিও ঝরছে।হোক বাদল দিন। তারপরেও বেরিয়ে পড়বো ঐ অচেনা পথেই।
 আনন্দময় হোক পথ চলা।সবাইকে সুপ্রভাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন