মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

ভূবন মাঝি'র অন্তর্ধাণ

বাংলার জনপ্রিয় ব্যান্ড দোহারের গায়ক ও লোকসংগীত গবেষক কালিকা প্রসাদ আর নেই । আজ এক সড়ক দুর্ঘটনায় এই ভূবন থেকে  না ফেরার ভুবনে তিনি চলে গেছেন।

গ্রাম বাংলার লোক গানকে তুলে ধরেছিলেন তিনি।শহুরে মানুষদের মাটির গান শোনায়েছেন। বাংলার বাউল-ভাটিয়ালি-চটকা-ঝুমুর-সারিগান-বিহু- সব গান সংগ্রহ করেছিলেন তিনি। হারিয়ে যাওয়া অনেক গানকে নতুন করে প্রাণ দিয়েছেন কালিকা প্রসাদ। সর্রশেষ তিনি 'ভূবন মাঝি'তেও গান গেয়েছিলেন।আজ ভোরেও  তিনি ছিলেন এই ভূবনে,আর এখন তিনি অন্য ভূবনে।

এই মরমীয়া শিল্পীর আত্মার প্রতি রইলো আমার শ্র্দ্ধাঞ্জলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন