রবিবার, ১২ মার্চ, ২০১৭

স্বর্গীয় চিত্রাবলী

একদিন আমাদের দেখা হবে, ঈষাণে থাকবেনা
সেদিন মেঘ,
ঝড়ও আসবেনা নৈঋত থেকে-
 ঝিরঝির বৃষ্টির ধারাও বইবেনা
 ভৈরবীর সুরে গান বেজে উঠবে সারা ভূবন জুড়ে
এমনি মায়াবী ক্ষণে আমাদের ভালোবাসা হবে
পৃথিবীর বিমুগ্ধ চোখ তাকিয়ে দেখবে
সেই সব স্বর্গীয় চিত্রাবলী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন