বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

রুদ্র পলাশ

ওটা কি পলাশ? না৷ ওটা কি শিমুল? না৷ ওটা কি মন্দার? না৷
গ্রাম বাংলার পথে মাঠে কিংবা পাহাড়ি বনাঞ্চলে যারা হাটেন নিমেষে বলে দিয়ে যান ওই ফুলের নাম৷ ও যে বসন্তের আগমন বার্তা দিয়ে যায়। ওর নাম পলাশ৷কবি গুরু আদর করে নাম দিয়েছেন রুদ্র পলাশ।

পলাশের বৃন্ত যেমন হয়, সে রকমই৷ ও রকম একটাই পাপড়ি৷ কিন্তু রংটা লাল, গুলমোহরের মতো৷ রুদ্রপলাশ– রুদ্র তোমার বাঁশিতে বাজিছে মন কেমনের সুর৷ বছরের এই সময়টাতে রংয়ের আগুন শুরু হয় এই ফুল দিয়ে৷ পাশাপাশি ঝড়ের মতো উপচে আসে শিমুল৷  সে গাছে পাতা নেই৷ শুধু ফুল৷ রক্তরাঙা ফুল৷ এত দ্রুত জন্ম, এত দ্রুত মৃত্যু, কোন ফুলের আসে? কখন যে চলে আসে কেউ জানতেও পারে না৷ 

সবাইকে আজ সকালে এই রুদ্র্ পলাশের রক্তিম শুভেচ্ছা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন