শনিবার, ৪ মার্চ, ২০১৭

ফিরে যাবো যমুনা তীরে

তোমরা দাঁঁড়াও,শোনো আমার কথা-
আমি ফিরে যাবো যমুনা তীরে
জগদীশ আমার জন্য নৌকা নিয়ে বসে আছে ঘাটে
মলিন ধুতি পড়ে হুক্কা টানছে জুড়ান মাঝি
ডিঙ্গি বেয়ে বৈঠা টেনে আসছে আমার গাঁয়ের আয়নাল মন্ডল।

দাঁড়াও তুমি.শোনো আমার কথা-
আমি ফিরে যাবো আমার গাঁয়ে,ওখানে আর সত্যেন দা নেই
কি অভিমানে চলে গেছে ওপারে পঞ্চান্ন বছর পরে
সাইফুলও নেই,আছে শুধু ওমর আর সামাদ মামা
ছোনগাছা বাজার বিরান হয়ে গেছে,বন্ধুরা কেউ নেই।

আমার একটি কথা শোনো-
আমার বাল্যবন্ধু লালচাঁদ, ও এখন আমার গাঁয়ের মসজিদের ইমাম
ওকে আমি নিস্পাপী মানি,সেই পবিত্র মানুষ-
আমার মরনের পর আমার জানাজার ইমামতি করবে ঐ লালচাঁদ'ই
ও যে আমার বাল্য্ সখা, প্রিয় বন্ধু আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন