শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

নাগকেশরের গন্ধ

           
শিমুল দেখলেই রক্তভূক হয়ে উঠি
এই শহরে কোথায় পাবো শিমুল ?
তোমার সাদা জবায় এখন বসন্তকাল
তুমি হয়ে উঠেছো তাই রক্তকরবী ।

বসন্ত চলে যাক-
আসছে গ্রীস্মে তুমি রাধাচূড়ার আবির মেখে থেকো
আমি আসবো কাছে- আমার শরীরে থাকবে তখন
 বঙ্কিম রূপের নাগকেশরের গন্ধ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন