রবিবার, ৫ মার্চ, ২০১৭

হিরন্ময় সভ্যতা

মাঝে মাঝে এ কেমন আচড়ন তোমার
মনে হয় আমাকে তুমি চিনতে পারো না
মনে হয় প্রাচীন কেউ আমি,
মনে হয়ে তাম্র যুগের অচেনা একজন ।
মাঝে মাঝে তুমি এমন করো
নিষিদ্ধ হয়ে থাকি তোমার নিষিদ্ধ এলাকায়
যেখানে আমার প্রবেশাধিকার নেই।

আমি গড়তে চাই নতুন সভ্যতা এক-
অনার্য আর্য কিংবা দ্রাবিড় যেই থাক,
হিরন্ময় সেই সভ্যতায় ভালোবাসাই স্পর্ধিত হবে
যেখানে আচড়নগুলো হবে সব প্রেমের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন