বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

পাখীদের বাসা

 উত্তরা'র রাস্তাগুলো ছিলো একসময় বন জঙ্কল।রাস্তার মধ্যে ছিলো অপরিকল্পিত গাছ গাছালি।আনিসুল হক মেয়র হয়ে আসার পরে রাস্তার সব জঙ্গল কেটে পরিস্কার করেছেন।রাস্তা গুলো এখন হয়ে উঠেছে প্রসস্ত। দু'পাশে সুন্দর ফুট ওয়্যার।পিচ ঢালা দৃস্টি নন্দন এই রাস্তায় চলতে এখন সবার ভালোই লাগে।

কোথায় যেনো পড়েছিলাম- আমেরিকায় একটা আবাসন প্রকল্পের কাজ প্রায় সমাপ্তির পথে।শেষ কাজটি করতে একটা গাছ কাটতে হবে।কিন্তু সেই মুহূর্তে একটা শকুন ঐ গাছে এসে বাসা বাঁধে ও ডিম পাড়ে।ডিম ফুটে বাচ্চা বের হয়ে উড়ে যেতে শকুনের যতোদিন সময় লাগবে, তার জন্য আবাসন কর্তৃপক্ষা অপেক্ষা করেছিলো।

উত্তরার রাস্তাগুলো সুন্দর করতে যেয়ে- শতো শতো গাছ যে কাটা হলো,সেখানে একটিও কি পাখীর বাসা ছিলো না ?
গাছ কাটতে যেয়ে সেই সব কি খেয়াল করা হয়েছিলো ? উত্তর অবশ্যই- না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন