রবিবার, ৫ মার্চ, ২০১৭

রক্তমুখী নীলা

জ্যোতিষী হাওলাদারকে একবার হাত দেখিয়েছিলাম,
সে বলেছিলো নীলা পাথর নিতে, নীলা নাকি রক্তমুখী।
আমি যাকে ভালোবেসেছিলাম,তার নামও ছিলো নীলা,                                                                               কিন্তু সে ছিলো পোড়ামূখী।এক যুবকের হাত ধরে সেই যে চলে গেলো,
তারপর আর আমার মুখো হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন