রবিবার, ২৬ মার্চ, ২০১৭

গন্ধর্ব-নগরীর হেম

তোমাকে আজ উদাসীন উদাসীন লাগছে।গতকালও তুমি শ্রাবন ধারার মতো বর্ষা নামিয়েছিলে।আজ যেনো তুমি  জলহীন নদী। তুমি হরণ করতে পারোনা।তুমি শুরু জানো, শেষ করতে জানোনা।কাল ছিলে আহলাদী, আজ তুমি হতচ্ছারী।তুমি কখনো চন্দন চন্দন, কখনো আবার গন্ধর্ব-নগরীর হেম। এ কোন্ রহস্য তোমার, হে প্রানেশ্বরী !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন