মঙ্গলবার, ৩০ মে, ২০১৭

তিলকে লাগে শিহরণ

তোমাকে বুকে জড়ালেই আকাশ রোদ্র আগুনে
জ্বলে ওঠে
টানটান হয়ে ওঠে মেঘ
যমুনার জলে আচমকা ঢেউ বেগ পায়
কাশফুল চণ্দনের মতো লাল হয়ে যায়-

তোমার গালের তিলকে লাগে শিহরণ
মেঘে মেঘে উড়তে থাকে খয়েরী ডানার চিল
সবুজ পাতার মতো এলোমলো হাওয়া এসে
তোমার শরীরকে মুগ্ধ করে-

বৃষ্টিতে লতা গুল্ম বৃক্ষ ফুল তখন প্রস্ফুটিত হয়
বাগানের ফুল ছিঁড়বার সময়ে আমি
প্রজাপতি হয়ে উঠি
তুমি তখন মৌমাছিদের গান শুনতে থাকো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন