শনিবার, ২০ মে, ২০১৭

সেদিন নক্ষত্রলোকে

সেদিন রাতে আলো খুঁজছিলে তুমি
ডুবে যাচ্ছিলে অচেনা বৃত্তের অথৈ অন্ধকারে
শ্বাস নিতে পারছিলেনা তুমি
প্রগাঢ় নিঃশ্বাসে
কবরের নিরবতা নেমে এসেছিলো তখন
যেনো শ্মশানের আগুনে জ্বলছিলে একাকী।

তোমার সাথে সকল উষ্ণতা নেমে গিয়েছিলো
হিমাঙ্কের নীচে
সকল সম্পর্কও থেমে গিয়েছিলো নাভীর নীচে
চোরাবালির পথে
সকল প্রেম নির্মাণ করেছিলো তোমার জন্য
লখিনদারের বাসর
আমি একবার চন্দ্রালোকে তোমাকে খুঁজেছি
আরেকবার নক্ষত্রলোকে-

যদি তুমি আসো শীলাদেবীর ঘাটে অনেক বছর
আগের
কোনো এক হেমন্ত পূর্ণিমার মতো-
স্বচ্ছ করোতোয়ার জলে নেমে স্নান করবো
সকল ক্লেদ মুছে ফেলবো মহাস্থান গড়ের লাল
মাটি মেখে,

এসো প্রেমালোক জ্বেলে শুদ্ধ হই
শতো বছরের আলোকবর্তিকা জ্বলুক আমাদের প্রাণে
কখনো চন্দ্রালোকে,কখনো নক্ষত্রলোকে-
কখনো পূর্ণিমার জ্যোৎস্নায় ভেসে
কখনো অমাবেশ্যার নিঁশুথি অন্ধকারে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন