বুধবার, ২৪ মে, ২০১৭

মন খারাপের ভোর

রাতের বেলা চাঁদ খুঁজেছিলাম। ঘুম ভেঙ্গে দেখি- জ্যোৎস্নার চাদরে শরীর ঢাকা নেই। রাতের সব ফুল নিঃশব্দেই ঝরে গেছে। কখনো কখনো তাই এমনি মন খারাপের ভোর হয়। চোখ মুদে কোথায় খুঁজি তারে ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন