সোমবার, ২২ মে, ২০১৭

গরম সমাচার

১. জৈষ্ঠ্য মাসের ভ্যাপসা গরম, চারিদিকে প্রচন্ড তাপ দাহ। শরীর ঘামছে। বিদ্যুৎও নেই, চলছে লোডশেডিং। এরই মধ্যে হোয়াটস্ আপে একজনের একটি ম্যাসেজ এলো- ' এই, কেমন আছো, কি করছো ?' আমি ছোট করে রিপ্লাই দিলাম- 'এই,ভালো আছি।'

২. বউ খাবারের জন্য টেবিলে ডাকছে। যেয়ে দেখি টেবিলে - নাজিরশাল চালের পান্তা ভাত। পাশে যে সব মেনু দেখলাম তাহলো- কয়েকটা গোল কাঁচা মরিচ, তেলে ভাজা কয়েকটা লম্বা শুকনো মরিচ, তিনটে ছিলানো পিয়াজ, পুঁইশাক দিয়ে মশুর ডাল মাখানি, ডিম মামলেট, ভেটকি মাছের ফ্রাই আর টাঁকি মাছ ভর্তা। কি আর করবো ? এই গরমের মধ্যে এইগুলো দিয়েই জম্পেশ করে পান্তা ভাত খেলাম।

৩. এসে দেখি, ম্যাসেঞ্জারে তখনো সবুজ বাতি জ্বলছে। হোয়াটস্ আপে ঐ মেয়েটাকে ম্যাসেস লিখে পাঠালাম- 'এই কেমন আছো, কি করছো ?'


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন