মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

অরুন্ধতি,অমরাবতি

অরুন্ধতি,অমরাবতি-  সবাই নিন্দা করে করুক
আমি তোকেই ভালোবেসে যাবো
ঐযে উজ্জয়নীর পর্বত শৃঙ্গে শ্বেত শুভ্র বরফরাশি
আমি ঐ বরফ জলে বার্তা পাঠিয়েছি তোর কাছেে
তুই কি ভেজাতে পেরেছিস তোর উন্মাতাল ঠোঁট
নীল পাথরের বুক ? নাকি পাষাণি তুই।

যন্ত্রণা যদি হয় হোক
ক্ষরণ যদি হয় হোক
অরুন্ধতি,অমরাবতি-  প্রাচীন সভ্যতার মৃত্তিকাতলে
সেখানে কেবলই পোড়ামাটির গন্ধ ভাসে
বনমল্লিকায় ওঠে শুক্লা একাদশীর চাঁদ
শরীর পোড়ে তার শুকনো ঘাসের নীচে,
প্রাসাদের সমান দুঃখ সেখানে
উজ্জ্বল প্রখর দৃষ্টি টানে তোরই দিকে
নিন্দুকেরা যতো নিন্দাই করুক, আমিতো তোকেই
ভালোবাসি।

বেত্রবতীতে এখন আর সেই জল নেই
চোখের জলেও ঢেউ উঠেনা ঈশাণের বাতাসে
কোশাম্বীর উপত্যাকায় নেই কোনো স্রোতধারা
ত্রস্ত জল পিপাসু হরিণের মতো তোকেই ডাকি
উন্মূখ দৃষ্টি মেলে দেখি তোরই আনত গ্রীবা
এখনো ঘুঙ্গুরের শব্দে মূর্ছণা হয় তোর পদধ্বনিতে।

অরুন্ধতি,অমরাবতি- নিন্দুকেরা যাই বলুক,
আমি তোকেই ভালোবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন