মঙ্গলবার, ২ মে, ২০১৭

এখনো তুমি

এখনো স্বপ্নে দেখি তোমার ঐ মায়াবী চোখে
এখনো মর্মে শুনি ভোরের পাখীদের গান
এখনো সুর তোলে চর্যাগীতির পদাবলী
এখনো শরীরে তোমার গড়ের মাটির ঘ্রান।

এখনো বকুলের সুবাস ঝরে উত্তরের বাতাসে
এখনো ঝরা ফুল ঝরে পরে বনছায়া তলে
এখনো  মূর্ছণা জাগায় শতো বাঁশির তান
এখনো অক্লেশে বুঝতে পারি অনুভবের টান।

এখনো তুমি ফোটাও ফুল বসন্ত ফাল্গুনে
এখনো পাঁপড়ি মেলো কুসুমিত ডানায়
এখনো সুরধ্বনি বাজে রাত্রির কানে কানে
এখনো কাছে পাই তোমায় প্রেমময় গানে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন