শনিবার, ২৭ মে, ২০১৭

বৃষ্টির গল্প

আমার আকাশে এখন মেঘ। এই মেঘকে তোমার
আকাশে পাঠিয়ে দিতে চাই
সব মেঘ জল হয়ে আমার এখানেই ঝরে পড়বে
ঘর অন্ধকার হয়ে থাকবে, সেই অন্ধকারে
আমাকেই একাকী বসে থাকতে হবে-
এ আমি চাইনা।
তুমি জানালে, তোমার আকাশেও নাকি মেঘ !
তুমিও নাকি বসে আছো,অন্ধকারে একাকী-
তুমিও তোমার মেঘকে আমার আকাশের
দিকে পাঠিয়ে দিয়েছো।
তোমার মেঘ আমার মেঘে এসে মিশে গেলো
মেঘে মেঘে ঘর্ষণ হলো, বজ্রপাত হলো-
তারপর বৃষ্টি নামতে লাগলো।
এ দিক থেকে আমি ঘর হতে বেরিয়ে পড়ি,
ও দিক থেকে তুমি
পথের মাঝখানে আমাদের দেখা হয়
শরীরের উপর ঝরতে থাকে অনবরত জল
সে জলে ভিজে দু'জন একাকার হয়ে যাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন