শুক্রবার, ১২ মে, ২০১৭

নস্টালজিক

আমার দুই চোখের ঘুম রাতের গভীরে থেমে গেছে
নির্ঘুম চোখ তাই বলে দিচ্ছে-,আজ আর ঘুম আসবেনা,
আমার দৃষ্টি ফিরে গেছে অনেক দূর, সেই প্রথম যৌবনে-
আমি শুনতে পাই বিমান বন্দর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনের হুইসেল
রানওয়ে থেকে প্রচন্ড বেগে উড়ে যাওয়া প্লেনের শব্দ।

তারুণ্যের সেই অসংযত সময়ে আমার হাতের করতলে চুম্বন দিয়ে
এক মেয়ে বলেছিলো- এ আমার স্মৃতিময় অভিজ্ঞান তোমার জন্য,
সেইসব ধূসর মায়া চিহ্নগুলি আমি আর মনে রাখতে চাইনা।

আমার পাশে এক নিষ্পাপ মুখ ঘুমিয়ে আছে
আমি কোনো কালিমা লাগাতে চাইনা এই রাত্রির চাদরে
প্রিয়তমার এই চোখ আমাকে স্বপ্ন দেখায়
আত্মজার স্নিগ্ধ মুখ আমাকে স্বপ্ন দেখায়
যমুনা পারের সেই ডানপিটে বালক ফিরে যেতে চায় তার পবিত্র কৈশরে
যেখানে কোনো গ্লানি ছিলোনা, কোনো পাপ সমাচার ছিলোনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন