মঙ্গলবার, ৯ মে, ২০১৭

রাত নামচা

আজ বিকাল হইতেই চিত্ত আমার অস্থির হইয়া উঠিয়াছে। কোনো কিছুই ভালো লাগিতেছেনা। কোনো কাজেই মন বসাইতে পারিতেছিনা। কোনো কিছু লিখিতেও পারিতেছিনা। বার বার মনে হইতেছে আজকে যদি চাঁদনী রাত হইতো তাহা হইলে ঘর হইতে বাহির হইয়া পড়িতাম। বন জঙ্গলে একাকী ঘুড়িয়া বেড়াইতাম। ওখানে নদীর তীরে কোথাও মগ্ন হইয়া বসিয়া থাকিতাম।

তুমি যাবে আমার সাথে দূর বনে কোথাও ?
বসবে নদীর কূলে, ঘুরবে জঙ্গলে আমার সাথে ?
নিস্তব্ধ জল  দেখবে ?  সেখানে জীবন কেমন চলছে !
এই লোকালয় আর ভালো লাগেনা
তুমি যদি যাও- এই গৃহের দরকার নেই।

বনের পাখীরা দেখুক আমাদের প্রেম
বনছায়ায় বাজুক ঝরা পাতার গান
যদি তুমি সাথী হও চলো আমার সাথে
ঐ দূর বনান্তরে দিকেই আমরা চলে যাই-

অরণ্য আমাকে ডাকে, নদী আমাকে ডাকে
যদি হয় চাঁদনী রাত- আজকেই গৃহ ত্যাগ করবো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন