শুক্রবার, ৫ মে, ২০১৭

সেই বন্ধু আমার

তুমি আইরিশ রমণীও নও,স্ক্যান্ডিনেভিয়ানও নও
তোমার চোখ পিঙ্গল নয়, চুল সোনালী নয়,তুমি বাঙ্গালী
ডাবলিনের ঐ নির্জন বাড়ীর আঙ্গিনায়
একাকী পায়চারী করো ,
সবুজ ঘাসে পায়ের চিহু ফেলে দেখো তুমি দূরের আকাশ
তোমার চোখ তখন খোঁজে বাংলাদেশের নীল।

তুমি ইজি চেয়ারে বসে কোনো মেঘ কি দেখেছো ?
কাল তুমি নিঃসঙ্গ হরিণীর মতো হেটেছিলে
লিফী নদীর তীরে
দাড়িয়ে দেখেছো তার কালো জল,কি সুন্দর স্থির !
কখনো কি ভিজিয়েছিলে পা সেই জলে ?

নির্জন রাস্তায় হাটতে হাটতে তুমি চলে যাও কফিশপে
'কস্তা'য় বসে একাকী পান করো শীতল কফি
তুমি একাকী ড্রাইভ করে চলে যাও দূর কান্ট্রি সাইডে
ওখানে যেয়ে তুমি বাংলাদেশের ছবি খোঁজো,
শ্যামলিমা দেখো-
মাটির রঙ্গের কাউকে দেখে কি ভ্রম হয়, এই সেই বন্ধু তোমার !




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন