বুধবার, ১৭ মে, ২০১৭

আজকের সকাল

বাড়ীর বারান্দায় দাড়িয়ে দেখে এলাম সকালের আকাশ। কেমন যেনো মেঘ গুরু গম্ভীর।
তুরাগ নদীতে বইছে শীতল বাতাস। সে বাতাস এসে লাগলো আমার গায়ে।
পাশের দয়িতার এখনো ঘুম ভাঙ্গে নাই,
আঙ্গিনার গন্ধরাজ ফুলটিও ভিজে আছে রাতের বৃষ্টির জলে।

বুঝতে পারছি আজকের সকাল কবিতা লেখার নয়।
আজকের সকাল শুধু ভালোবাসবার।

সবাইকে সুপ্রভাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন