শুক্রবার, ২৬ মে, ২০১৭

প্রাণ স্পন্দন

আমার হৃৎস্পন্দন প্রথম কেঁপে উঠেছিলো
তোমার প্রাণ স্পর্শে
তুমি প্রথম আগুন জ্বাললে কোনো এক
হেমন্ত রাতের মধ্য প্রহরে
প্রথম আগুনে পুড়েছিলো তার শস্য সবুজের মাঠ,
তারপর একদিন- শ্রাবনের মেঘে বৃষ্টি ঝরলো
মুঠো মুঠো প্রেম ছড়িয়ে গেলো দিগ দিগন্তে।
আমরা ঋদ্ধ হতে পেরেছিলাম দীর্ঘ তপস্যার পর
পোড়া মাটির গন্ধে আর মেঘ জলের স্রোত ধারায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন