রবিবার, ২৮ মে, ২০১৭

সমর্পণ

আমি করতে চেয়েছিলাম সমর্পণ, তুমি করলে মায়া
আমি সকল মাধুরী দিয়ে করতে চেয়েছিলাম
রূপ সুধা পান
তুমি দূরে বহুদূরে বনছায়ায় চলে গেলে
ওখানে যেয়ে খূঁজলে নদী
'সুদূর কোন্ নদীর পারে, গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে হতেছো তুমি পার'।

পাহাড়ের কাছে নতজানু হয়ে দু'বাহু বাড়ালে তুমি
ধরতে চাইলে আমাকে
ছুঁইতে চাইলে আমার ছায়ামূর্তি, যেখান আমি নেই
মৃত্তিকার কাছে চাইলে আমার শরীরের ঘ্রাণ
তারপর তুমি চকিত আসন পাতলে ভূমিতে
তুমি আজন্ম তপস্যা করেও বুনতে পারোনি বীজ
ফলাতে পারোনি ফসল।

আমি আমার সকল প্রেম সমর্পণ করতে চেয়েছিলাম
যে ভূমিতে,সেখানে উর্বরতা নেই
এক অবিশ্বাস্য ধূলির মায়া নিয়ে পড়ে থাকলে
জলের প্রার্থনায় চিরকাল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন