শুক্রবার, ৫ মে, ২০১৭

আবার শুনবো গান

আবার যেতে ইচ্ছা করে স্টেশন থেকে সেই পথে
যে পথ দিয়ে প্রথম হেটে গিয়েছিলাম তোমাদের বাড়ী-
লোকাল ট্রেনটি থেমেছিলো জামতৈল স্টেশনে
ট্রেনের হুইসেলের সেই শব্দ এখনো কানে বাজে ।

সেই যে প্রথম শহর থেকে তোমাকে নিয়ে বাড়ী যাওয়া
ডিস্ট্রিক বোর্ডের রাস্তার উপর দিয়ে চলেছিলো টমটম
দুর থেকে দেখিয়েছিলাম তোমাকে আমাদের সবুজ গ্রাম,
তুমি লাল শাড়ী পড়ে ঘুরে বেড়াতে এ বাড়ী ও বাড়ী
বালক বালিকা, বৌঝিরা দেখতো তোমাকে অবাক বিস্ময়ে,
হাটতে হাটতে আমরা একদিন চলে গিয়েছিলাম যমুনার পাড়ে
দূরে জেগে ওঠা চরে চেয়ে দেখেছিলাম কাশবন
স্টীমার যাচ্ছিলো তখন জগন্নাথ গঞ্জের ঘাটের দিকে।

আবার ইচছা করে তোমাকে নিয়ে গ্রামে চলে যেতে
ইচ্ছা করে মেঠো পথে হেটে হেটে সরিষার ফুলের গন্ধ নিতে
আবার ঘুরবো তোমাকে নিয়ে সেই পদ্মপুকুর পারে
শুনবো গান দোয়েলের- নিঝুম কোনো অলস দুপুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন