রবিবার, ৭ মে, ২০১৭

আমার সকল পথের

তুমি দড়জায় এসে কড়া নাড়ো রাতের মধ্যপ্রহরে
তখন আমার ঘুম ভেঙ্গে যায় অকস্মাৎ
দেখি প্রগাঢ় চুম্বন নেবার জন্য তুমি অপেক্ষা করছো,
অলৌকিক কোনো পুরকৌশল আমার জানা নেই
কিভাবে তৈরী করবো সুরম্য বাঁধ-
আমি মধ্যপ্রহরের ভ্রমনবিলাসী অভিযাত্রি এক
অরণ্যের দিকে ধেয়ে চলেছে তাম্র রঙ্গের অশ্ব এক
লতা গুল্ম তারকাখচিত গুহা দেখতে পাই-
তুমি পথ ছেড়ে দাও, সোয়ার ধরেছি আমার হাতে
তুমি আমার সকল পথের, আমার সকল গন্তব্যের
সহযাত্রি হতে পারো।
( এটি একটি মধ্যরাতে লেখা কবিতা )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন