সোমবার, ১ মে, ২০১৭

ঝিক ঝিক ঝিক

এতোটুকু মেয়ে বুঝতে পারেনি- সঙ্গম কি ?
এতোটুকু মেয়ে  জানেনা উল্লাস কাকে বলে-
এতোটুকু মেয়ে জানেনা মানুষ কি ভাবে পশু হয় !
সে বুঝেছিলো রক্ত ঝরার বেদনা,
সে হয়েছিলো তীরবিদ্ধ এক রক্তাক্ত হরিণী শাবক।

তুমি রাজা বিচার তোমার কাছে
দীনহীন হযরত বিচার পাওয়ার যোগ্য হয়নি এখনো
হালিমা নির্বাক, কি দিয়ে মেয়ের রক্তাক্ত সম্ভ্রম ঢাকবে ?
পিতা কেবল আহাজারী করেছে ধর্ষকের বিচার চেয়ে-
তার কান্নার ধ্বনি প্রতিধ্বনি হয়ে মিলিয়ে গেছে আসমানে।

আয়েশা  তার বাবার হাত ধরে স্টেশনের দিকে যায়
বাবা তাকে আজ লাল সবুজ রঙ্গের ট্রেন দেখাবে
যখন হুইসেল বাজিয়ে ট্রেন এলো
আয়েশার চোখে তখন স্বপ্ন এলো।

আহা ! কি সুন্দর স্বপ্নের দেশ !
কি সুন্দর পরীর দেশ !
কি সুন্দর প্রজাপতির দেশ !
পিতা হাত ধরে আছে এক রাজকন্যার-
স্বপ্নের উপর চাকা মাড়িয়ে ছুটে গেলো ট্রেন
ঝিক ঝিক ঝিক।

জাতীয় দৈনিকগুলোতে পরের দিন খবর বের হলো-
শ্রীপুরে রেল ক্রসিংএর কাছে ট্রেনে কাটা পরে বাবা ও মেয়ের করুণ মৃত্যু।


  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন